Home>
Poems

"মা"

মা, তোমার গর্ভে ছিল এক দুনিয়া,
রেখেছিলে অনেক যত্নে।
মা, তোমার কাছে আমি ঋণী,
ঋণ শোধ করি কেমনে।

মা, তোমার পায়ে আমার জান্নাত,
আল্লাহ দিয়েছে এই বিধান।
মা, তোমার সেবায় আমার জীবন,
হবে তবে ধন্য।

"তুমি"

তোমার চোখের সাথে তুলনা আমি কিসের করি।
তোমার চোখের মায়ায় আমি প্রেমে পড়ি।
তোমার ওই মিস্টি হাসি এখনো আমার চোখে।
তোমার চোখের পাপড়ি গুলা আমায় দেখে হাসে।

তোমার নয়ন আমাকে কিছু বলে।
তোমার রুপের সাক্ষি রেখে চলে।
তোমার সৌন্দর্যের বর্ননার নাই শেষ।
তোমার প্রেমে হতে চাই এক দরবেশ।

"সাক্ষ্য"

এক ঝলক দেখেছি তাই
নয়ন পেয়েছে নূরানী তৃপ্তি
এক বার ভেবেছি তাই
হৃদয়ে এসেছে শান্তি

প্রেমের অধরে যাচ্ছি মরে
কেন বোঝেনা এই মায়া
কেন বোঝেনা এই অস্বস্তি
প্রেমের সাক্ষ্য রাখে উক্তি

মনের কথা

বোঝো না আমার মায়া,
আমি কিন্তু হচ্ছি একটু বিষন্ন।
বোঝো না আমার দরদ,
আমি তোমার চিন্তা কেন এত মগ্ন।

বুঝতেছি এটা অত্যধিক চিন্তা,
আমার জন্য নয় বেশি ধন্য।
বুঝতেছি এটা নয় সঠিক,
আবারও তোমার জন্য লিখায় মগ্ন।

চাচ্ছি এত চিন্তায় না পড়তে,
চিন্তা আমার ছাড়ছে না।
চিন্তা কি মগজের কথা বোঝো না,
এই চিন্তা তুমি এতো খারাপ কেন।

আসা করি বুঝবে একদিন,
এই চিন্তা একনো করি।
আমার হৃদয় খান খান হবে,
যদি তোমাকে ভালো বাসতে না পারি।

সত্তিই বোধহয় পুরণ হবে আমার হৃদয়,
তোমাকে আমার হয়ে পেলে।
সত্তিই জীবন ধন্য হবে,
তোমার মায়ায় এলে।

যানি না ভালোবাসার প্রকাশ কিভাবে করি,
ভালোবাসায় করতে পারি না তোমার সাথে আড়ি।
হৃদয় বেচে আছে একটু আসায়,
একদিন তোমার ভালোবাসা পেতেও পারি।