/ 2 min read
বইটি নিয়ে আমার কথা!
ফুলস্ট্যাক ডেভেলপমেন্ট কানেকটিং দ্য ডটস (HM Nayem) বইটি নিয়ে আমার কথা।
Last Updated:
ভূমিকা
প্রথমে ভেবেছিলাম বইটি কিনবো না, কারণ আগে তামিম শাহরিয়ার সুবিন ভাইয়ের প্রোগ্রামিংয়ের আশ্চর্য জগৎ পড়েছিলার এবং সুবিন ভাই ও HM Nayem ভাইয়ের অনেক গাইডলাইন মুলক ভিডিও দেখেছি তাই Programming, Software Development এবং Software Engineering সম্পর্কে সঠিক ধারণা ছিল।
কিন্তু Youtube এ HM Nayem ভাইয়ের রিভিউ দেখে মনে হলো, হয়ত বা বইটিতে নতুন কিছু যানার আছে। তাই বইটি কিনেই ফেললাম, এখন পড়ার পরে মনে হচ্ছে সিদ্ধান্তটা ঠিকই ছিল।
অসংখ্য ধন্যবাদ HM Nayem ভাইকে প্রোগ্রামিং শিখতে আসা নতুন শিক্ষার্থিদের ভুল পথে সময় ও টাকা ব্যয় করার থেকে বাচানোর জন্য। এছাড়াও ধন্যবাদ এতো সুন্দর বই উপহার দেওয়ার জন্য।
বইয়ের কাঠামো
আমি মনে করি মোটা দাগে বইটিকে দুই ভাগে ভাগ করা যায়:
- প্রথম অংশ: Programming শেখা নিয়ে
- দ্বিতীয় অংশ: ফুলস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে
প্রথম অংশ: Programming শেখা
প্রোগ্রামিং নিয়ে আমার অভিজ্ঞতা বেশি দিনের নয়, তবে Programming Community এর সাথে যুক্ত থাকার করণে দেখেছি অনেকের কাছে যথেষ্ট সময় ও সুযোগ থাকার পরেও Freelancing এর গুতায় Programming বা Computer Science এর বেসিক না শিখেই বিভিন্ন ফ্রেমওয়ার্ক বা টুল শেখা শুরু করে।
বইয়ের প্রথম অংশের বিষয়বস্তু
এই অংশে আলোচনা করা হয়েছে Computer Science এর বেসিক বিষয়গুলো নিয়ে:
- Programming
- Data Structure and Algorithm
- Problem Solving
- Object Oriented Programming
- Discrete Mathematics
এছাড়াও অধ্যায় চৌদ্দোর শেষে সবকিছু শেখার রির্সোস শেয়ার করার ব্যাপারটি ভালো লেগেছে।
সুপারিশ
তবে আমার অনুরোধ থাকবে, দ্বিতীয় প্রকাশে বইয়ের এই অংশে আরও দুটি বিষয় নিয়ে আলােচনা করার জন্য:
- Computer Networking (যদিও লেখক নিজেই এটি উল্লেখ করেছে)
- Operating Systems
দ্বিতীয় অংশ: ফুলস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট
বইটির দ্বিতীয় অংশে HM Nayem ভাই একটা ওয়েব অ্যপলিকেশন তৈরির আইডিয়া থেকে শুরু করে ডেপলয়মেন্ট পর্যন্ত যা যা থিওরি এবং টুল যানা দরকার তা বর্নণা করেছেন।
মূল বিষয়বস্তু
- ওয়েব অ্যপলিকেশন তৈরির আইডিয়া
- প্রয়োজনীয় থিওরি
- ব্যবহৃত টুলস
- ডেপলয়মেন্ট প্রক্রিয়া
এক কথাই বললে ওয়েব ডেভেলপমেন্টে পুরো প্রোসেসটা বর্ননা করা হয়েছে।
উপসংহার
সবশেষে, ফুলস্ট্যাক ডেভেলপমেন্ট কানেকটিং দ্য ডটস (HM Nayem) বইটি সম্পর্কে বলা যায় যে, একজন ভালো ওয়েব ডেভেলপার হওয়ার জন্য যা যা করা দরকার, তার প্রায় সবকিছুই বইটিতে আলোচনা করা হয়েছে।
তাই আমি মনে করি ওয়েব ডেভেলপমেন্টে আগ্রহী শিক্ষার্থিদের জন্য বইটি অপরিহার্য।
এটি কোন বই রিভিউ না বরং বইটি সম্পর্কে আমার একটা মতামত মাত্র। আশাকরি ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ